জামরুল গাছের পরিচর্যা ও মাটি তৈরি কিভাবে করবেন
জামরুল গাছের পরিচর্যা ও মাটি তৈরি কিভাবে করবেন এই বিষয়টি সম্পর্কে অনেকেরই পূর্ণাঙ্গ ধারণা নেই। অনেক সময় জামরুল গাছের পরিচর্যা ও মাটি তৈরি কিভাবে করবেন সেই তথ্যটি জানার প্রয়োজন হয়। যারা বাড়ির আশেপাশে জামরুল গাছ লাগাতে চাচ্ছেন তারা জামরুল গাছের পরিচর্যা ও মাটি তৈরি কিভাবে করবেন সেটি জানার জন্য পুরো পোস্টটি পড়ে ফেলুন।
জামরুল ফল খেতে অনেকেই ভালোবাসেন। আমাদের দেশে বিভিন্ন রঙের জামরুল লক্ষ্য করা যায়। জামরুলে অনেক ওষুধি গুন থাকায় চিকিৎসকরাও রোগীদের জামরুল খাওয়ার পরামর্শ দেন। জামরুল মূলত একটি গ্রীষ্মকালীন মৌসুমী ফল। আজকের এই পোস্টটি পুরোটা পড়লে আপনারা জামরুল গাছের পরিচর্যা ও মাটি তৈরি কিভাবে করবেন সেটি জানার পাশাপাশি জামরুল গাছে স্যার প্রয়োগ প্রয়োগ করার কৌশল সম্পর্কেও দরকারী তথ্যগুলো জানতে পারবেন।
পোস্ট সূচিপত্র - জামরুল গাছের পরিচর্যা ও মাটি তৈরি কিভাবে করবেন
জামরুল গাছের মাটি তৈরি করার নিয়ম
জামরুল একটি সুমিষ্ট গ্রীষ্মকালীন ফল। এই ফলে শরীরের জন্য উপকারী বেশ কিছু ভিটামিন বিদ্যমান রয়েছে। অনেকেই এই ফল খেতে পছন্দ করেন, তাই বাড়ির আশেপাশে জামরুল গাছ রোপন করতে চান। জামরুল গাছের চারা রোপণ করার জন্য তাই নির্দিষ্ট মাটি নির্বাচন করা জরুরী। জামরুল গাছের পরিচর্যা ও মাটি তৈরি কিভাবে করবেন সেটি এখন আপনাদের সামনে আলোচনা করব। আপাতত পোস্টের এই অংশ থেকে আপনারা জামরুল গাছের মাটি কিভাবে তৈরি করবেন তা জানতে পারবেন।
- জমি নির্বাচন: প্রায় সব ধরনের মাটিই জামরুলের চারা রোপন করার জন্য উপযোগী। তবে দোআঁশ মাটিতে চারা রোপন করলে ভালো ফলন আশা করা যায়। উঁচু অথবা মাঝারি উঁচু যেখানে বৃষ্টির পানি জমা হবে না এমন জমি জামরুল চাষের জন্য নির্বাচন করতে হবে। চারা রোপন করার পূর্বে কোদাল দিয়ে মাটি ভালো হবে আলগা করে সমান করতে হবে।
- সময়: জৈষ্ঠ্য মাসের মধ্যে সময় থেকে শ্রাবণ মাসের মধ্য পর্যন্ত সময় জামরুল চাষ করার জন্য আদর্শ। কারণ এ সময় প্রচুর বৃষ্টিপাত হয় এবং চারা মাটি থেকে পর্যাপ্ত পুষ্টি উপাদান শুষে নিতে পারে। জমিতে পর্যাপ্ত সেচের সুবিধা থাকলে বৈশাখ মাস থেকে কার্তিক মাসের মাঝামাঝি সময় পর্যন্ত অনায়াসে জামরুল গাছের চারা রোপন করা যায়।
- গর্ত তৈরি ও রোপণ: জামরুল গাছের কলম বা চারা রোপন করার জন্য ১৫ দিন আগে গর্ত খুঁড়তে হবে। গর্তের আকার প্রতি ছয় মিটার দূরত্বে ১মি*১মি*১মি করে রাখতে হবে। এরপর মাটির সাথে ভালোভাবে সার মেশাতে হবে। অনেকে প্রশ্ন করেন কোন ধরনের সার মেশাবেন? গর্তের মাটিতে মূলত টিএসপি, এমওপি এবং জৈব সার ভালোভাবে মিশ্রিত করতে হবে। এরপর ১৫ দিন পরে গর্তে চারা রোপন করে স্যার মিশ্রিত মাটি দিয়ে ভালোভাবে ভরাট করতে হবে। তারপর গাছের গোড়ায় পর্যাপ্ত পানি ঢালতে হবে। সুতরাং, আপনারা জামরুল গাছের পরিচর্যা ও মাটি তৈরি কিভাবে করবেন সেটি অনেকাংশে বুঝে গেলেন।
জামরুল গাছের পরিচর্যা
প্রিয় পাঠক বন্ধুরা, আপনার নিশ্চয়ই জামরুল গাছের পরিচর্যা ও মাটি তৈরি কিভাবে করবেন এ বিষয়টি পূর্ণাঙ্গভাবে জানতে চাচ্ছেন। এখন আমি আপনাদের উদ্দেশ্যে জামরুল গাছের পরিচর্যা ও মাটি তৈরি কিভাবে করবেন সে সম্পর্কে আরও বিস্তারিত তথ্য উপস্থাপন করব।
- জামরুলের চারা রোপন করার পর গাছের চারিদিকে প্রয়োজন মত বেড়া দিতে হবে এবং জামরুল গাছ যেন খাড়া ভাবে থাকে সেজন্য প্রয়োজনমতো বাঁশের ব্যবস্থা করতে হবে।
- জামরুলের চারা রোপন করার পর নিয়মিত গাছে পানি দিতে হবে। নিয়মিত পানি দিলে দ্রুতই গাছ বেড়ে উঠবে।
- জামরুল গাছের গোড়া সব সময় আগাছা মুক্ত রাখতে হবে, কেননা জামরুল গাছের গোড়ায় অনেক আগাছা ও পোকামাকড় আক্রমণ করে থাকে। তাই অবশ্যই অবশ্যই বর্ষাকালের শুরু এবং শেষ দিকে ভালোভাবে মাটি চাষ করে সকল আগাছা জামরুল গাছের গোড়া থেকে দমন করতে হবে।
- জামরুল ফল ধরার পর যদি পোকার আক্রমণ হয়, তবে কৃষি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে যথাযথ কীটনাশক প্রয়োগ করতে হবে।
- খরা মৌসুমে জামরুল গাছের গোড়ায় প্রচুর পানির প্রয়োজন হয়। সেজন্য প্রয়োজনীয় সেচের ব্যবস্থা শুষ্ক মৌসুমে নিশ্চিত করতে হবে। আবার বর্ষা মৌসুমে নালা কেটে অতিরিক্ত পানি বের করার ব্যবস্থা করতে হবে।
- গাছে যদি মরা ডালপালা ও পাতা দেখা যায় তবে তা ছেঁটে ফেলতে হবে। গাছ যেন পর্যাপ্ত আলো পায় এই বিষয়টিও নিশ্চিত করতে হবে। কেননা গাছ সালোকসংশ্লেষণের মাধ্যমে তার নিজের খাদ্য নিজেই তৈরি করবে, সেজন্য আলো বাতাস পূর্ণ স্থানে গাছ রোপণ করা অত্যন্ত জরুরী। জামরুল গাছের পরিচর্যা ও মাটি তৈরি কিভাবে করবেন আশা তা পুরোপুরি জেনে ফেললেন।
জামরুল গাছে সার প্রয়োগ
প্রিয় বন্ধুরা আপনারা ইতোমধ্যে, জামরুল গাছের পরিচর্যা ও মাটি তৈরি কিভাবে করবেন সেই সম্পর্কে বিশদভাবে জেনে ফেলেছেন। জামরুল গাছের ফলন নিশ্চিত ও পরিচর্যার অংশ হিসেবে জামরুল গাছে নির্দিষ্ট মাত্রায় সার প্রয়োগ করতে পারেন। তবে চলুন জামরুল গাছে সার প্রয়োগের কৌশল ও মাত্রা এবার এক নজরে জেনে ফেলি।
- জামরুল গাছ বৃদ্ধির সাথে সাথে প্রয়োজনীয় পরিমাণে বিভিন্ন প্রকার সার নিয়মিত প্রয়োগ করতে হবে। গাছের বয়স এক থেকে তিন বছর হলে ১৫-২০ কেজি করে গোবর দিতে হবে। সে ক্ষেত্রে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে ২০০ থেকে ৩০০ গ্রাম। জামরুল গাছে অন্যান্য সারের ভেতরে টিএসপি সার ২০০ থেকে ৩০০ গ্রাম, এমওপি সার ১০০ থেকে ২০০ গ্রাম প্রয়োগ করতে হবে।
- গাছের বয়স যখন চার থেকে সাত বছর বয়সী হয়ে যাবে তখন সার প্রয়োগের মাত্রাও বাড়িয়ে দিতে হবে। গাছ বড় হয়ে যাওয়ার পরে ২০ থেকে ২৫ কেজি গোবর সার প্রয়োগ করতে হবে। গোবর সার মূলত প্রাকৃতিক পদ্ধতিতে তৈরি জৈব সার। গোবর সারের পাশাপাশি ইউরিয়া সার ৪০০ থেকে ৬০০ গ্রাম, টিএসপি সার ৪০০ থেকে ৫০০ গ্রাম, এমওপি সার ৩০০ থেকে ৪০০ গ্রাম প্রয়োগ করতে হবে।
- উপরে বর্ণিত দুটি পদ্ধতিতে দুটি ভিন্ন সময়ে সারগুলো প্রয়োগ করতে হবে। বৈশাখ থেকে আষাঢ় মাসের মাস পর্যন্ত সময় এক দফা সার প্রয়োগ করা হয়ে গেলে, ভাদ্র থেকে কার্তিক মাসের মাঝামাঝি সময় পর্যন্ত দ্বিতীয় দফায় সার প্রয়োগ করতে হবে। প্রতিবার সার প্রয়োগ করা হয়ে গেলে যদি সেচ দেওয়ার প্রয়োজন হয় তবে সেচও দিতে হবে। আপনারা যদি জামরুল গাছের পরিচর্যা ও মাটি তৈরি কিভাবে করবেন সে সম্পর্কে এখনো না জেনে থাকেন তবে পোস্টটি আবারও শুরু থেকে পড়তে থাকুন।
জামরুলের বিভিন্ন পুষ্টি গুনাগুন
সম্পূর্ণ পোস্টটি যদি আপনারা পড়ে থাকেন তবে অবশ্যই জামরুল গাছের পরিচর্যা ও মাটি তৈরি কিভাবে করবেন সে বিষয়ে বিস্তারিত অবগত হয়েছেন। জামরুলে অসংখ্য পুষ্টিগুণ রয়েছে এটিও এবার জেনে নিন। জামরুলে অধিক পরিমাণ ভিটামিন বি১, বি২ ও ভিটামিন সি পাওয়া যায়। তাছাড়াও জামরুলে প্রোটিন, শর্করা, ফ্যাট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন, সোডিয়াম ইত্যাদি উপাদান উপস্থিত থাকে। তাছাড়াও জামরুল খেলে প্রচুর ক্যালরি পাওয়া যায়।
উপসংহার
আপনারা যারা বাসার আশেপাশে অথবা ফাঁকা জমিতে জামরুল গাছ লাগাতে চাচ্ছেন তারা এই পোস্টে উল্লিখিত জামরুল গাছের পরিচর্যা ও মাটি তৈরি কিভাবে করবেন সেই নিয়ম অনুযায়ী জামরুল গাছ লাগিয়ে পরিচর্যা করতে পারেন। সঠিক উপায়ে পরিচর্যা করলে অল্প দিনের ভেতরেই জামরুল গাছ বড় হয়ে ফল দেওয়া শুরু করবে। জামরুলের বহুবিধ ওষুধি গুণাগুণ এর কারনে এই ফলটি বিশ্বব্যাপী বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আমাদের দেশেও তার ব্যতিক্রম নয়।
মৌসুমী ফল হিসেবে জামরুলের উপকারিতা কথা আর বলার অপেক্ষা রাখেনা। সবসময় মনে রাখবেন গাছ আমাদের একমাত্র প্রাকৃতিক বন্ধু। তাই বেশি বেশি জামরুল গাছ রোপণ করে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখুন। পরিশেষে পোস্টটি ভালো লাগলে এখনই অন্যদের সাথে শেয়ার করতে পারেন। আপনারা যদি গাছের পরিচর্যা ও কৃষি বিষয়ক নিত্যনতুন বিভিন্ন পোস্ট পেতে চান তবে আমাদের ওয়েবসাইট ফলো দিয়ে রাখুন। এতক্ষণ ধরে এই পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। @23891
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url