সিনড্রেলা ও রাজকুমারের গল্প

সিনড্রেলার গল্প

একসময় একটি ধনী পরিবার ছিল। পরিবারটির একটি সুন্দরী মেয়ে ছিল যার নাম সিনড্রেলা। তার মা মারা যাওয়ার পর,তার বাবা সিনড্রেলার মায়ের অভাব পূরণের জন্য আরেকটি বিয়ে করেন I সিনড্রেলার সৎ মার আগের পক্ষের ২ কন্যা ছিল যাদের নাম ক্যারোলিন ও বেলা যারা ছিল অত্যন্ত অহংকারী ও দুষ্ট। নতুন মায়ের অধীনে সিনড্রেলার জীবন কঠিন হয়ে ওঠে। I বিয়ের পর সিনড্রেলার বাবা সিনড্রেলা কে সৎমা ও বোনের কাছে রেখে ব্যবসার জন্য অন্যত্র চলে যান I তখন থেকেই সিনড্রেলার দুঃখের সময় শুরু হয় I নতুন মা ও তার দুই কন্যা সিনড্রেলাকে তার নিজের দুঃখের একমাত্র প্রতীক হিসেবে দেখে এবং তাকে খারাপভাবে ব্যবহার করে। বাড়ির সব কাজ সিনড্রেলা কে দিয়ে করায় I ঠিকমতো খাবার খেতে দেয় না এবং কাজে একটু ভুল হলে অনেক ধরনের অত্যাচার করে তাকে সব সময় ঘরকন্নার কাজ করতে হয়, এবং সে একদমই স্নেহ লাভ করে না।

সিনড্রেলার অনেক একা একা লাগতে থাকে সে প্রতিদিন রাতে অনেক কান্না করে তার সব সময় নিজের মায়ের কথা মনে পড়ে I তার বন্ধু বলতে ছিল ইদুর টিকটিকি এবং কিছু পাখি সিনড্রেলা ওদের সাথে কথা বলে এবং ভালো সময় কাটায় সিনড্রেলার বন্ধুরাও তাকে অনেক ভালোবাসতো 

একদিন, সেই রাজ্যের রাজকুমার বিবাহ করবেন বলে মন স্থির করেন এবং একটি মহান উৎসবের আয়োজন করে  এবং রাজ্যের সকল সুন্দরী মেয়েদের আমন্ত্রণ জানায়। রাজার সেপাই সবার বাড়িতে গিয়ে আমন্ত্রণের চিঠি পৌঁছে দিচ্ছিল একদিন রাজার সেপাই সিনড্রেলার বাড়িতে চিঠি নিয়ে গেল এবং সিনড্রেলার সৎমার হাতে সেই চিঠি তুলে দিল।সিনড্রেলার সৎ মা সেই চিঠি পেয়ে অনেক খুশি হন এবং তার মেয়েদের এই অনুষ্ঠানে পাঠানোর সিদ্ধান্ত নেনI সিনড্রেলার সৎ মা সেই অনুষ্ঠানের ব্যাপারে সিনড্রেলা কে কিছুই জানায় না।সেদিন রাতে সিনড্রেলার বন্ধু ইদুর এসে সিনড্রেলা কে সেই অনুষ্ঠানের ব্যাপারে জানায় I পরদিন সিনড্রেলা তার সৎ মাকে জানাই সেও অনুষ্ঠানে উপস্থিত থাকতে চাই I সিনড্রেলার সৎ মা ও বোন কটাক্ষ করে বলে তুমি কি পড়ে যাবে সেখানে তোমার কি কোন ভালো পোশাক আছে? তোমাকে দেখে তো সেখানে সবাই হাসাহাসি করবে তোমাকে আমরা আমাদের সাথে নিতে পারব না। সিনড্রেলা মনে খুব দুঃখ পায় আসলেও তো তার ভালো কোন পোশাক নেই অনুষ্ঠানের পরে যাওয়ার মত I  সিনড্রেলার নতুন মায়ের অনুমতি ছাড়াই উৎসবে যাওয়ার ইচ্ছে থাকে, সিনড্রেলা উপরের ঘরে আসে এবং তার মায়ের একটি পুরনো পোশাক বের করে কিন্তু সেই পোশাক এতদিনে নষ্ট হয়ে গেছে সেটি পড়ার মতো অবস্থা ছিল না সিনড্রেলা ভাবে সে পোশাক টাকে সে নতুন করে তৈরি করবে এবং অনুষ্ঠানের দিন পড়ে যাবে I কিন্তু সিনড্রেলার সৎ মা এ বিষয়টি জানতে পেরে তার ওপর অনেক  কাজ চাপিয়ে দেয় যেন সে পোশাকটি ঠিক করে অনুষ্ঠানে যেতে না পারে I সব কাজ শেষ করতে করতে অনেক রাত হয়ে যায় আর সিনড্রেলা অনেক ক্লান্ত হয়ে যায় সে আর পোশাক টি ঠিক করতে পারেনা এসব ভেবে সে অনেক কান্না করতে থাকে আর হঠাৎ লক্ষ্য করে তার পোশাকটি ঠিক হয়ে গেছে পোশাকের ছেড়া অংশগুলো জোড়া লাগিয়ে সুন্দর কাপড় দিয়ে নকশা করা হয়েছে পুরোনো জামাটি এখন চমৎকার সুন্দর লাগছে দেখতে I সিনড্রেলা সময় পায়নি বলে তার ইদুর পাখি ও টিকটিকি বন্ধুগুলো তার জামাটি সেলাই করে রেখেছে সিনড্রেলা দেখে ভীষণ খুশি হয় এবং আনন্দে তার বন্ধুদের জড়িয়ে ধরে এবং ধন্যবাদ জানায় I


পরদিন সকালে সিনড্রেলার দুই সৎ বোন ক্যারোলিন ও বেলা অনুষ্ঠানে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল সিনড্রেলার সৎ মা তার দুই বোনকে অনেক জাঁকজমক পোশাক কিনে দিয়েছে সাজগোজ শেষে যখন সবাই বের হবে সিনড্রেলা পেছন থেকে ডাক দিয়ে বলে,

‘’ মা দাঁড়াও আমিও যাবো তোমাদের সাথে “

সিনড্রেলার সৎ মা পেছন ফিরে দেখে সিনড্রেলা তার মায়ের পুরনো জামাটি সেলাই করে পড়েছে এবং তাকে অসম্ভব সুন্দর লাগছে I এটি দেখে সিনড্রেলার মা সৎ মা অনেক রেগে যায় কারণ সে জানে সিনড্রেলার মত সুন্দর একটি মেয়েকে দেখলে রাজকুমার কখনোই তার মেয়েদের দেখে ঘুরেও তাকাবেন না I সিনড্রেলার মা লক্ষ্য করে সিনড্রেলা গলায় একটি মুক্তোর মালা সেই মলার মুক্তগুলো ছিল সিনড্রেলার সৎ মায়ের মালাটি ছিড়ে গিয়েছিল বলে সে ফেলে দিয়েছিল কিন্তু সিনড্রেলার বন্ধু ইদুর পাখি সে মুক্ত গুলো করিয়ে সিনড্রেলার জন্য একটি মালা বানিয়ে দিয়েছে Iতখন সিনড্রেলার সৎ মা সিনড্রেলাকে মালাটি ধরে জিজ্ঞেস করে ,

“এটা তুমি কোথায় পেয়েছ এটাতো আমার I এটাতো আমি তোমাকে দেইনি তাহলে তুমি নিশ্চয়ই এটি চুরি করেছো “

তখনই তার সৎ দুই বোন চোর চোর বলে সিনড্রেলা কে কটাক্ষ এবং হাসাহাসি করতে থাকে Iসিনড্রেলা তার সৎ মাকে বোঝানোর চেষ্টা করে সে এটি চুরি করে নি বরং কুড়িয়ে পেয়েছে ঠিক তখনই তার দুই বোনের মধ্যে এক বোন লক্ষ্য করে সিনড্রেলা জামার নিচের অংশটি তার জামার কাপড়ের অংশ থেকে নেওয়া  যেটা সে ফেলে দিয়েছিল, তখন সে দৌড়ে গিয়ে সিনড্রেলা জামার নিচের অংশটি ছিঁড়ে নিয়ে বলে,

“ এটা আমার জামার অংশ তুমি কেন নিয়েছো “ 

এভাবে সিনড্রেলার জামা কে তারা দুই বোন মিলে ছিড়ে নষ্ট করে দেয় I তারপর তারা সিনড্রেলা কে রেখে চলে যায় এবং বলে বাড়ির সমস্ত কাজ করে রাখতে সিনড্রেলা বাইরে গিয়ে অনেক কান্না করতে থাকে I 

তখনই এক আজব ঘটনা ঘটে সিনড্রেলার চোখের পানি মাটিতে পড়তেই সেখান থেকে এক পরী উঠে আসে I সিনড্রেলা কে প্রশ্ন করে,

“এই মেয়ে তুমি কাঁদছো কেন কিসের দুঃখ তোমার “

সিনড্রেলা পরীক্ষা সব খুলে বলে তারপর পরি বলে ,

“কোন চিন্তা করোনা  আমি এক্ষুনি সব ব্যবস্থা করে দিচ্ছি “

তাই বলে পরী তার যাদুর কাঠি বের করে আর সিনড্রেলাকে বলে বাগান থেকে একটি মিষ্টি কুমড়া তুলে আনতে সিনড্রেলা পড়ে কথা মতো একটি মিষ্টি কুমড়া নিয়ে আসে I কুমড়াটির উপর পরিজ্জাতুর কাঠি নাড়াতে তা মস্ত বড় একটি গাড়ি হয়ে যায় তারপর পরি সিনড্রেলাকে বলে চারটি ইঁদুর ধরে নিয়ে আসতে। ইঁদুরের ওপর জাদুর কাঠি ঘোরাতেই ইঁদুরগুলো ধূসর রঙের ঘোড়ায় পরিণত হয় I এবার সিনড্রেলার ওপর জাদুর কাঠি ঘোড়ালো পরি মুহূর্তের মধ্যে সিনড্রেলার ছেড়া পোষা পরিবর্তিত হয়ে রাজকীয় নীল পোশাকে পরিবর্তিত হলো I মাথার রুক্ষ শুষ্ক চুলে সুগন্ধি তেল লাগলো পায়ে পড়ানো হলো সুন্দর একজোড়া কাচের জুতো I সিনড্রেলা ঘোড়ার গাড়িতে উঠে বসলো Iতখন পরী বললো,

“শোনো মেয়ে রাজপ্রাসাদ থেকে রাত বারোটার আগে অবশ্যই ফিরে আসবে কারণ এই জাদু শুধু রাত বারোটা পর্যন্তই থাকবে I”

 সিনড্রেলা আচ্ছা বলে রওনা হলো I ঘোড়া ছুটিয়ে চলতে চলতে এক সময় উপস্থিত হল রাজপ্রাসাদের সামনে  ততক্ষণে অনুষ্ঠান শুরু হয়ে গেছে বিভিন্ন রাজ্য থেকে দূর দূরান্ত থেকে মেয়েরা এসেছে নিজেকে প্রদর্শন করতে কিন্তু রাজকুমারের কাউকেই পছন্দ হচ্ছে না রাজকুমার সবার সামনে আসছে দেখছে এবং চলে যাচ্ছে সিনড্রেলার সৎ দুই বোন কেউ রাজকুমার পাত্তা দিল না তারপরেও তারা সামনে গিয়ে নিজেদের প্রদর্শন করতে লাগলো এতে রাজকুমার খুবই বিরক্ত হলেন ঠিক সেই সময় রাজপ্রাসাদের সামনে এসে হাজির হয় সিনড্রেলার ঘোড়ার গাড়ি I গাড়ি থেকে সিনড্রেলা কে নামতে দেখে রাজকুমারের পছন্দ হয়ে যায় রাজকুমার নিজে গিয়ে সিনড্রেলা কে গাড়ি থেকে নামায়। সিনড্রেলা কে এতই অপরূপ সুন্দর লাগছিল যে সিনড্রেলার সৎ মা ও দুই বোন তাকে চিনতেই পারে না অনুষ্ঠানের সবাই সিনড্রেলা কে দেখে অবাক হয়ে যায় নিশ্চয়ই এ কোন রাজ্যের রাজকন্যা অথবা কোন অপ্সরা  পুরো অনুষ্ঠানের সিনড্রেলা কে নিয়ে অনেক প্রশংসা করে সবাই খাওয়া-দাওয়া আয়োজন শেষে নাচের আয়োজন হয় রাজকুমার সিনড্রেলা কে নিয়ে নৃত্য করে এবং সিনড্রেলাকে তার রানী হিসেবে পছন্দ করে I দুজন দুজনার প্রেমে পড়ে যায় চোখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে I

 রাজকুমারের সাথে নাচতে নাচতে সিনড্রেলার সময়ের কথা খেয়াল ছিল না I হঠাৎ রাজপ্রাসাদের ঘড়ির ঢং ঢং শব্দ সিনড্রেলার কানে বাজে আচমকা তাকিয়ে দেখে হায় হায় কি সর্বনাশ বারোটা যে বাজতেই যাচ্ছে আর মাত্র কিছুক্ষণ বাকি I সিনড্রেলা তখন পাগলের মত সেখান থেকে দৌড়াতে শুরু করে রাজকুমার ও তার  পেছনে যায় সিনড্রেলা কে থামানোর জন্য I রাজকুমার পেছন থেকে বারবার বলতে থাকে ,

“দাঁড়াও কোথায় যাচ্ছ তোমার নাম তো বলে যাও তোমাকে আমি কোথায় খুঁজে পাবো “ 

কিন্তু সিনড্রেলা কোন কথাই শোনে না সে দৌড়াতে থাকেI  সিঁড়ি দিয়ে নামার সময় তার পা থেকে এক পাটি  জুতা খুলে পড়ে যায় সিনড্রেলা পিছন ফিরে একবার তাকিয়ে সময় না থাকায় আবার দৌড় দেয়I  তাড়াতাড়ি ঘোড়ার গাড়িতে উঠে  চলে যায়  তার কিছুক্ষণ পরে রাত প্রাসাদের ঘড়িতে রাত বারোটার ঘন্টা বাজে সাথে সাথে মাছ রাস্তায় সিনড্রেলার গাড়ি উধাও হয়ে যায়। পড়ে থাকে একটি মিষ্টি কুমড়া চারটা ইঁদুর ও সিনড্রেলা পরনে ছেড়া পোশাক। 

সিনড্রেলা দ্রুত বাড়িতে যাই যেন তার সৎ মা ও বোন বুঝতে না পারে সে বাইরে গিয়েছিল I কিছুক্ষণ পর সিনড্রেলার সৎ মা ও বোন বাড়িতে ফিরে আসে এবং অনুষ্ঠানে কি কি হয়েছে সে গল্প সিনড্রেলা কে শোনাতে থাকে সিনড্রেলা সব বুঝতে পেরেও চুপ থাকে। 

অন্যদিকে রাজকুমার সিনড্রেলার ফেলে যাওয়া সেই এক পাটি  জুতো নিয়ে সারাদিন সিনড্রেলার কথা ভাবতে থাকেI সারা রাজ্যের সিনড্রেলা কে খোঁজা শুরু হয় রাজার সেপাইরা সেই এক পাটি জুতা নিয়ে সবার বাড়িতে যায় সব মেয়েদের পায় সে জুতা পড়ানো হয়। কিন্তু কারোর পায়ে সে জুতো মাপ মত হয় না I একদিন রাজার সেটাই সিনড্রেলার বাড়িতে উপস্থিত হয় জুতা নিয়ে সিনড্রেলার সব দুই বোনের পায় সে জুতো পড়ানো হয় কিন্তু কারোর পায়ে হয় নাI  সিনড্রেলার সৎ মা তার দুই মেয়ের পা দড়ি দিয়ে বেঁধে ছোট করার চেষ্টা করে যেন জুতো তার পায়ে হয় কিন্তু তাতেও কোন লাভ হয় না I তখন সেখানে সিনড্রেলা আসে এবং বলে জুতোটা আমাকে একবার পড়তে দিন সিনড্রেলার সৎমা তাতে আপত্তি জানা এবং বলে সে তো অনুষ্ঠানে যায়নি সেদিন সে আমাদের বাড়ির কাজের মেয়ে। কিন্তু সেপাই তার কোন কথা শোনে না কারণ সবাইকে জুতা পরানো বাধ্যতামূলক ছিল তারপর সিনড্রেলা জুতা পড়তে যায় এবং তার পায়ে জুতাটি সঠিকভাবে লেগে যায় কাচের জুতাটি সিনড্রেলার পায়ে বেশ সুন্দর মানিয়েছে I

রাজার সেপাই অবাক হয়ে প্রশ্ন করে,

“ এই জুতোটা কি তোমার?”

সিনড্রেলা বলে হ্যাঁ এবং আরো এক পাটি জুতো সে বের করে দেখিয়ে দেয়I 

তখন রাজার সেপাই বলে,

“ তোমাকে আমাদের সাথে যেতে হবে তুমি চলো”

 কিন্তু সিনড্রেলা বলে,

“ প্রাসাদে যাওয়ার মত আমার ভালো কোন পোশাক নেই”

রাজার সেপাই অবাক হয়ে ভাবে যার কিনা এত সুন্দর জুতা আছে তার কিনা একটি ভালো পোশাক নেই তখন সেপাই বলে,

“সমস্যা নেই তুমি এভাবেই চলো আমাদের সাথে” 

সিনড্রেলা আবার কান্না করে এবং তার চোখের পানি মাটিতে পড়তে  পরি আবার এসে হাজির হয় পরি বলে ,

“চিন্তা করো না আমি আবার তোমাকে সাজিয়ে দিচ্ছি”

 তাই বলে সে তার জাদুর কাঠিটি বের করে এবং সিনড্রেলা কে ঠিক আগের মত রাজকীয় পোশাকে সাজিয়ে দেয় এবং একটি ঘোড়ার গাড়ি দেয় সিনড্রেলা রাজার সিপাহীদের সাথে রাজকুমারের কাছে যায় I রাজকুমার তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে সাত দিন সাত রাত ধরে বিয়ের অনুষ্ঠান হয় I রাজ্যের সকল অতিথি নিমন্ত্রিত থাকে পরবর্তী জীবন সুখে শান্তিতে কেটে যায়I অন্যদিকে সিনড্রেলার সৎ মা ও দুই বোন হিংসায় জ্বলে পুড়ে মরতে থাকে 



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url