গ্রাফিক্স ডিজাইন শিখে ঘরে বসে অনলাইনে আয় করুন
আমাদের তরুণ প্রজন্মের কাছে অনলাইন ঘরে বসে আয় করা তাদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণীত হয়েছে।বর্তমানে অনলাইনে বসে আয় করার লক্ষ্যে ,কাজ পাওয়ার জন্য যেমন অনেক ওয়েবসাইট রয়েছে ঠিক তেমনি ওয়েবসাইট গুলোতে রয়েছে অনেক কাজের ক্যাটাগরি। তার মধ্যেই একটি হলো গ্রাফিক ডিজাইন , এই সেক্টর এর মাধ্যমে আসলে কেমন আয় করতে পারবেন এবং তা কীভাবে আজ এগুলো নিয়েই কিছু আলোচনা করবো।
পোস্ট সূচিপত্র:
- মৌলিক দক্ষতা অর্জন
- গ্রাফিক ডিজাইন কি ?
- গ্রাফিক ডিজাইনার কীভাবে প্যাসিভ ইনকাম করে
- প্যাসিভ ইনকাম এর জনপ্রিয় কিছু মার্কেটপ্লেস
- নতুনরা কি পারবে প্যাসিভ ইনকাম করতে
- ক্যারিয়ার হিসেবে গ্রাফিক্স ডিজাইন কেন এতো জনপ্রিয়?
- বাড়িতে বসে কাজের সুযোগ
- গ্রাফিক্স ডিজাইন শিখে অনলাইন এ কোথায় কোথায় কাজ করা হয়
- কাজের স্বাধীনতা
- কিভাবে শিখবেন গ্রাফিক্স ডিজাইন?
- অধিক আয়ের সুযোগ
- আমাদের শেষ কথা
মৌলিক দক্ষতা অর্জন
গ্রাফিক্স ডিজাইন শুরু করার জন্য আপনাকে প্রথমে মৌলিক দক্ষতাগুলো শিখতে হবে। এর জন্য বিভিন্ন অনলাইন কোর্স, টিউটোরিয়াল বা বই ব্যবহার করতে পারেন। কিছু জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো:
Coursera: গ্রাফিক্স ডিজাইন সম্পর্কিত বিভিন্ন কোর্স
Udemy: মৌলিক থেকে উন্নত গ্রাফিক্স ডিজাইন কোর্স
YouTube: বিনামূল্যে টিউটোরিয়াল
গ্রাফিক ডিজাইন কি ?
গ্রাফিক ডিজাইন হলো এমন একটি শিল্প প্রক্রিয়া যা শিল্প ও প্রযুক্তির সমন্বয়ে ধারণার আদান প্রদান করে। অথবা,যেকোনো ধরনের লোগো ডিজাইন,ওয়েবসাইট,বই এবং যেকোনো ধরনের বিজ্ঞাপন সাজানোর জন্য Graphics Design এর প্রয়োজন।এটি text , picture এর সংমিশ্রণ। এটি মানুষের চিন্তা এবং পছন্দকে প্রভাবিত করে। এটি একটি পেশা,অ্যাকাডেমিক শৃঙ্খলা এবং প্রয়োগ শিল্প।এটি নির্দিষ্ট উদ্দেশ্যের সাথে সামাজিক গোষ্ঠীতে ও নির্দিষ্ট বার্তা প্রেরণের উদ্দেশ্যে চাক্ষুষ যোগাযোগের প্রজেক্ট জড়িত। আপনার দক্ষতাগুলি প্রদর্শনের জন্য একটি পোর্টফোলিও তৈরি করুন। এটি হতে পারে একটি ওয়েবসাইট বা ডিজিটাল পোর্টফোলিও যা আপনার কাজগুলো সুন্দরভাবে উপস্থাপন করবে।
গ্রাফিক ডিজাইনার কীভাবে প্যাসিভ ইনকাম করে
প্যাসিভ ইনকাম সম্পর্কে আমাদের অনেকের ই তো ধারণা আছে।তারপরও একটু বলে রাখি,যদি আপনি কতগুলো ডিজাইন করে মাইক্রোষ্টক সাইড গুলোতে আপলোড করে রাখলে তৈরি কৃত ডিজাইন গুলো মানুষের কাছে সারা বছর বিক্রি হতে থাকাই হচ্ছে প্যাসিভ ইনকাম।মূলত একবার ডিজাইন করে সারা বছর ধরে বিক্রি হয়ে আয় হওয়ার নাম প্যাসিভ ইনকাম।
ডিজিটাল প্রোডাক্ট বিক্রি
স্টক গ্রাফিক্স: আপনার ডিজাইন করা স্টক ইমেজ, আইকন, এবং ভেক্টর গ্রাফিক্স বিভিন্ন স্টক ফটো ওয়েবসাইটে বিক্রি করতে পারেন যেমন Shutterstock, Adobe Stock, iStock, অথবা 123RF।
টেমপ্লেট: ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, প্রেজেন্টেশন ইত্যাদির জন্য টেমপ্লেট তৈরি করুন এবং Envato Market বা Creative Market এ বিক্রি করুন।
অ্যাপ আইকন ও থিম: মোবাইল অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটের জন্য থিম ও আইকন ডিজাইন করে বিক্রি করতে পারেন।
অনলাইন কোর্স ও টিউটোরিয়াল
প্রফেশনাল কোর্স: আপনার গ্রাফিক ডিজাইন দক্ষতা শেয়ার করে অনলাইন কোর্স তৈরি করতে পারেন, যেমন Udemy, Skillshare, বা Teachable প্ল্যাটফর্মে।
YouTube চ্যানেল: গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল এবং শেখানোর ভিডিও আপলোড করে অ্যাডসেন্স এবং স্পন্সরশিপ থেকে আয় করতে পারেন।
ডিজাইন মেটেরিয়াল সাবস্ক্রিপশন
মেম্বারশিপ সাইট: সাবস্ক্রিপশন ভিত্তিক ওয়েবসাইট তৈরি করুন যেখানে ব্যবহারকারীরা নির্দিষ্ট ফি দিয়ে আপনার ডিজাইন রিসোর্স এবং টেমপ্লেট অ্যাক্সেস করতে পারে।
পিডিএফ গাইড বা ইবুক: ডিজাইন টিপস, টিউটোরিয়াল অথবা শিক্ষামূলক বিষয়বস্তু নিয়ে ইবুক প্রকাশ করে বিক্রি করুন।
প্রিন্ট অন ডিমান্ড
প্রিন্ট অন ডিমান্ড: আপনার ডিজাইন কাস্টম টিশার্ট, মগ, পোস্টার, এবং অন্যান্য পণ্যগুলিতে প্রিন্ট করে একটি প্রিন্ট অন ডিমান্ড সার্ভিসের মাধ্যমে বিক্রি করতে পারেন, যেমন Redbubble, Teespring, বা Society6।
ডিজাইন সাপ্লাই কিট
গ্রাফিক কিট: লোগো ডিজাইন কিট, সোশ্যাল মিডিয়া কিট, বা অন্যান্য ডিজাইন রিসোর্স তৈরি করুন এবং বিক্রি করুন।
অনলাইন মার্কেটপ্লেসে উপস্থিতি
ফ্রিল্যান্স মার্কেটপ্লেস: প্যাসিভ ইনকামের জন্য খুবই কম সম্ভব, কিন্তু আপনার কাজের নমুনা দিয়ে অনেক গ্রাহক আকৃষ্ট করতে পারেন যারা ভবিষ্যতে কাজের জন্য আপনাকে সংযুক্ত করতে পারে।
লাইসেন্সিং
ক্রিয়েটিভ প্রপার্টি লাইসেন্সিং: আপনার ডিজাইন তৈরি করে লাইসেন্সিং প্ল্যাটফর্মে প্রদান করুন যেখানে অন্যান্য প্রতিষ্ঠান বা ডিজাইনাররা এটি ব্যবহার করতে পারে।
ডিজাইন প্লাগইন ও অ্যাড-অন
গ্রাফিক ডিজাইন প্লাগইন: ডিজাইন সফটওয়্যারের জন্য প্লাগইন তৈরি করুন এবং সেগুলি বিক্রি করুন। এটি একটি নির্দিষ্ট ট্রেন্ড হিসেবে জনপ্রিয় হতে পারে।
অ্যাফিলিয়েট মার্কেটিং
ডিজাইন টুলস: ডিজাইন টুলস এবং সফটওয়্যারের জন্য অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করে আয় করতে পারেন।
রিসোর্স ও টুলস বানানো
ডিজাইন টুলস: গ্রাফিক ডিজাইন সফটওয়্যারের জন্য অতিরিক্ত টুলস বা স্ক্রিপ্ট তৈরি করে বিক্রি করুন।
এই উপায়গুলোর মাধ্যমে, আপনি গ্রাফিক ডিজাইন দক্ষতা ব্যবহার করে স্থায়ীভাবে আয় করতে পারেন। আপনার সৃজনশীলতা এবং কাজের মান উন্নত রাখলে, সময়ের সাথে সাথে প্যাসিভ ইনকামের সুযোগ বাড়তে পারে।
প্যাসিভ ইনকাম এর জনপ্রিয় কিছু মার্কেটপ্লেস
অনলাইনে প্যাসিভ ইনকাম করার জন্য বেশ কিছু মার্কেটপ্লেস আছে।কিন্তু সব মার্কেটপ্লেস এক না।তাই আমার জানা মোতে অনলাইনে বেস্ট কিছু মার্কেটপ্লেস নিয়ে নিচে আলোচনা করছি-
Adobe stock : ফেমাস মার্কেটপ্লেস এর মধ্যে এটি অন্যতম।এই ওয়েবসাইট এর কোয়ালিটি মেইনটেইন করে তাদের ওয়েবসাইটে নিয়মিত ডিজাইন আপলোড করতে থাকলে এটি অল্প সময়ে ভালো আউটপুট দিবে।এই ওয়েবসাইটে একজন ডিজাইনার প্রতি ডাউনলোড এর জন্য । 0.33 $ থেকে 5 $ পর্যন্ত পেয়ে থাকে।
Shutterstock : অন্যসব মার্কেটপ্লেস থেকে এই মার্কেটপ্লেস এর সিস্টেম ভালো হওয়ায় এখানে ডাউনলোড এর পরিমাণ বেশি।ভালো মানের ফটো কালেকশন আপনার কাছে থাকলে সেগুলো আপনি এখানে আপলোড দিয়ে টাকা ইনকাম করতে পারবেন।এই মার্কেটপ্লেস এ সাধারণত প্রতি ডাউনলোডে 5 $ থেকে 50 $ পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন। এই মার্কেটপ্লেসটি ফটো কেন্দ্রিক বেশি হলেও এখানে ডিজাইনও আপলোড করা যায়,যার জন্য আপনি প্রতি ডাউনলোডে 0.10 $ থেকে 0 .45 $ পর্যন্ত আপনি আয় করতে পারবেন।
Freepik : ভালো ডাউনলোড এর জন্য বর্তমান সময়ে এ ওয়েবসাইটটি খুবই জনপ্রিয়।আপনি যদি বিচক্ষণ হন এবং সোশ্যাল মিডিয়াতে আপনার মার্কেটিং করা থাকে তাহলে আপনি এখানে ডিজাইন আপলোড করে খুব অল্প সময়ে ভালো আয় করতে পারবেন।
PNG Tree : এই মার্কেটপ্লেসটি হাই প্রোফাইলের একটি মার্কেটপ্লেস।একটি ডিজাইন একসাথে ৩টি মার্কেটপ্লেসে আপলোড করা গেলেও এই মার্কেটপ্লেস এর ক্ষেত্রে ভিন্ন।PNG Tree মার্কেটপ্লেস এ আপনি যেই ডিজাইন আপলোড করবেন তা অন্য কোনো ওয়েব সাইটে আপলোড করতে পারবেন না।ইউনিক ডিজাইন এর সমারোহ এই এই ওয়েবসাইটে পাওয়া যায়।এই প্লেসে ১ হাজার ডাউনলোডে 50 $ দেয়া থাকে।
Alamy : এই মার্কেটপ্লেস এর কমিশন % এর উপরে দেয়।প্যাকেজ সমূহের প্রায় ৪০% - ৫০% কমিশন তারা আপনাকে তারা দিবে।কিন্তু মিনিমাম 50 $ হলে তাহলেই আপনি টাকা তুলতে পারবেন।এটি UK এর একটি ওয়েবসাইট।
Creative Market : পপুলার মার্কেটপ্লেস এর মধ্যে এটি একটি।ফ্রন্ট,গ্রাফিক্স,ইলাস্ট্রেশন,মেকআপ,স্টক ফটোগ্রাফি,ওয়েব থিম ইত্যাদি পণ্য এখানে বিক্রি করে ইনকাম করতে পারবেন।এই মার্কেটপ্লেসে আপনার ডিজাইনের মূল্য আপনি নিজেই দিতে পারবেন। এগুলো ছাড়াও Exclusive , Non-exclusive আরো অনেক মার্কেটপ্লেসে আছে।
নতুনরা কি পারবে প্যাসিভ ইনকাম করতে
দেখুন আসলে প্যাসিভ ইনকাম করার জন্য নতুন পুরাতন হওয়া লাগে না।অনেক অভিজ্ঞ ডিজাইনার আছে যাদের টেকনিক্যাল নলেজ না থাকার কারণে ভালো ইনকাম করতে পারছে না। তাই মূলত ফ্রীল্যানসিং বলেন বা প্যাসিভ ইনকাম বলেন,যেটাই করতে চান না কেন তাহলে অবশ্যই আপনার মধ্যে ক্রেয়েটিভ ডিজাইন শিখতে এবং জানতে হবে।
পরিশেষে মূল বিষয়টি হচ্ছে,গ্রাফিক্স ডিজাইন এর চাহিদা বর্তমানে খুব বেশি।চাকরি,ফ্রীল্যানসিং অথবা প্যাসিভ ইনকাম এর জন্য এই প্লাটফর্ম এর জুড়ি নেই।চাকরির পাশাপাশি ও দিকে কাজ করে টাকা ইনকাম করা যায়। তাই আসলে ঘুরিয়া ফিরিয়ে না বলে সোজা সুজি বলতে চাই সময় নষ্ট না করে আজ থেকেই এই প্লাটফর্ম এ আপনার ক্যারিয়ার গড়ার জন্য শিখতে নেমে পড়ুন।ইনশাআল্লাহ! সফলতা আসবেই।
ক্যারিয়ার হিসেবে গ্রাফিক্স ডিজাইন কেন এতো জনপ্রিয়?
বর্তমানে ক্যারিয়ার হিসেবে এই গ্রাফিক্স ডিজাইনিং কেন এতো জনপ্রিয় তা অনেক মানুষেরই কৌতূহল। আসলে সত্যি কথা বলতে গেলে এর অসংখ্য কারন রয়েছে। যে কেউই চাইবে এমন একটি পেশা নির্ধারণ করার জন্য যার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। তাহলে চলুন দেখে আসি গ্রাফিক্স ডিজাইন ক্যারিয়ার হিসাবে কেন এতো জনপ্রিয় ।এর কয়েকটি কারণ নিচে দেওয়া
বাড়িতে বসে কাজের সুযোগ
গ্রাফিক ডিজাইন হলো এমন একটি মুক্ত পেশা যেখানে আপনি যদি ফ্রিল্যাসিং করেন তাহলে বাড়িতে বসেই কাজ করার সুযোগ পেয়ে যাচ্ছেন । এবং মাস শেষে আপনি পাচ্ছেন আয় করার অনেক সুযোগ। আর তাই এটির সুবিধা অনেক বেশিশুধু মাত্র একটি ল্যাপটপ ও প্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করেই আপনি কাজ শুরু করতে পারবেন যেকোন জায়াগায় বসে। এই পেশাটা সম্পূর্ণরূপে কাজের পারদর্শিতার উপরে নির্ভর করে বলে, শিক্ষাগত যোগ্যতা খুব বেশি জরুরী হিসাবে ধরা হয় না। আপনি যদি পারদর্শী হন, তাহলেই আপনি এই সেক্টরে কাজ করতে পারবেন
গ্রাফিক্স ডিজাইন শিখে অনলাইন এ কোথায় কোথায় কাজ করা হয়
গ্রাফিক্স ডিজাইন শিখে অনলাইন এ অনেক জায়গায় কাজ করা হয় । তবে তাদের মধ্যে কয়েকটি বড় সাইট হলো Fiverr.com, 99designs.com, Freelancer.com ,Upwork.com ইত্যাদি । আর সেখানে গ্রাফিক ডিজাইন শিখে অনলাইনের মাধ্যমে আয় করে নিচ্ছে হাজার হাজার ডল
কাজের স্বাধীনতা
গ্রাফিক ডিজিইনারা স্বাভাবিক ভাবেই স্বাধীনচেতা হন । তারা স্বধীনভাবে কাজ করতে ভালোবাসেন । বর্তমানে অনলাইন অনেক প্লাটফর্ম রয়েছে যেখানে যারা গ্রাফিক ডিজাইন পারেন তারা নিজেদের একাউন্ট ক্রিয়েট করে সেখানে কাজ করে অনলাইন এর মাধ্যমে আয় করে চলেছে ।
কিভাবে শিখবেন গ্রাফিক্স ডিজাইন?
অধিক আয়ের সুযোগ
আমাদের শেষ কথা
বশেষে, গ্রাফিক ডিজাইন একটি সৃজনশীল ও উপার্জনক্ষম ক্ষেত্র হতে পারে যদি আপনি সঠিক দক্ষতা এবং কৌশল অবলম্বন করেন। প্যাসিভ ইনকাম তৈরির জন্য নিয়মিত আপডেট থাকা, নতুন আইডিয়া তৈরি করা এবং বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করা গুরুত্বপূর্ণ।
যদি আপনার আরও কিছু প্রশ্ন থাকে বা কোনো নির্দিষ্ট দিক নিয়ে আরও বিস্তারিত জানতে চান, তাহলে আমাকে জানাতে পারেন। আমি এখানে সাহায্য করার জন্যই আছি!
আপনার ভবিষ্যতের জন্য শুভকামনা!
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url