গুগল এডসেন্স থেকে আয় করার উপায়

গুগল এডসেন্স থেকে টাকা আয় করতে চান? তাহলে, জানতে হবে, গুগল এডসেন্স কি।

গুগল এডসেন্স হলো অনলাইনভিত্তিক একটি বিজ্ঞাপন প্রচার প্রতিষ্ঠান। এডসেন্স গুগলের সহযোগী প্রতিষ্ঠান। যার কাজ হলো বিজ্ঞাপনের ক্ষেত্রে মিডিয়া হিসেবে কাজ করা।

গুগল এডসেন্স থেকে টাকা আয় করা যায়। কিভাবে টাকা আয় করা যায়। কতো টাকা আয় করা যায়। এডসেন্স কিভাবে কাজ করে, AdSense Account এসব নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা।

গুগল অ্যাডসেন্স কী

গুগল অ্যাডসেন্স হল একটি বিজ্ঞাপন নেটওয়ার্ক। কেউ যখন গুগল ডিসপ্লে নেটওয়ার্কে বিজ্ঞাপন দেয় অর্থ প্রদান করে, তখন গুগল তার অ্যাডসেন্স নেটওয়ার্ক এর থাকা সাইটগুলোতে সেই বিজ্ঞাপনগুলো দেখায়। আপনার সাইট বা চ্যানেলে সেই বিজ্ঞাপন দেখিয়ে আয়ের একটি অংশ পেতে হলে আপনাকে গুগল অ্যাডসেন্সে আপ্রুভাল নিতে হবে।

আমরা সকলেই গুগল সম্পর্কে জানি। গুগোল একটি সার্চ ইঞ্জিন যা অ্যালফাবেট ইনকর্পোরেশন এর অন্তর্ভুক্ত একটি কোম্পানি। গুগল অ্যাডওয়ার্ডস ও গুগল অ্যাডসেন্স আলফাবেট ইনকর্পোরেটেড এর শাখা প্রতিষ্ঠান।

আমরা জানি, অ্যাডওয়ার্ডস ব্যবহার করে গুগলে বিজ্ঞাপন দেওয়া যায়। এই বিজ্ঞাপনগুলো আবার গুগল সার্চ, ইউটিউব, ও গুগল অ্যাডসেন্স ব্যবহারকারী সাইটগুলোতে দেয়া যায়।

গুগল অ্যাডসেন্স এর কাজ কি

গুগল অ্যাডস একটি PPC (Pay Per Click) অ্যাডভারটাইজিং প্লাটফর্ম। এখানে অ্যাড দেওয়া হয় প্রস্তাবিত মূল্য বা বিড (bid) সিস্টেমে। অর্থাৎ আপনি যখন কোনো অ্যাড সাবমিট করবেন তখন উক্ত অ্যাডে প্রতি ক্লিকের জন্য আপনি সর্বোচ্চ কত পরিমাণ খরচ করবেন তা নির্ধারণ করে দিতে হবে। আপনার বিড অ্যামাউন্ট যত বেশি হবে আপনার অ্যাড তত ভালো পজিশনে দেখানো হবে।

গুগল অ্যাডসে বিড প্রক্রিয়া কাজ করে যথাক্রমে CPC (Cost Per Click), CPM (Cost Per Mille), CPE (Click Per Engagement) সিস্টেমে। এখানে- 

  • CPC (Cost Per Click): আপনার সাবমিট করা অ্যাডে প্রতি ক্লিকে আপনি কি পরিমাণ অর্থ খরচ করবেন তা CPC অপশনের মাধ্যমে ম্যানেজ করা হয়। অর্থাৎ আপনি প্রতিটা অ্যাডে ক্লিক পড়ার উপর নির্ভর করে বিড করলে সেখানে যত ক্লিক পরবে শুধু তার টাকা দিতে হবে। অ্যাডে যদি কোন ক্লিক না পরে তাহলে টাকা কেটে নেওয়া হবে না। 

  • CPM (Cost Per Mille): প্রতি এক হাজার ইম্প্রেশন এর উপরে যদি অর্থ প্রদান করতে চান তাহলে CPM অপশন ইউজ করতে হবে। এখানে আপনার অ্যাড এক হাজার ইম্প্রেশন পেলে তখন আপনার অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ যা আপনি বিড হিসেবে দিয়েছেন তা কেটে নেওয়া হবে। 

  • CPE (Click Per Engagement): আমাদের অ্যাড দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের প্রোডাক্ট বা বিজনেসের মার্কেটিং করা এবং সম্ভাব্য কাস্টমারকে ওয়েবসাইটে প্রবেশ করানো। এতে একাধারে যেমন প্রোমোশন হবে তেমনি পণ্য বা সার্ভিস বিক্রি হবে। CPE অপশন ইউজ করলে ভিজিটরের অ্যাডে ক্লিক করার পর নির্দিষ্ট কাজ করার ফলে যে অর্থ খরচ হবে। 

অ্যাড তৈরি করার পর আমাদের প্রথম কাজ থাকে অ্যাড সেটিং করে তারপর ক্যাম্পেইন প্রস্তুত করা। অর্থাৎ আপনার অ্যাড তৈরি করার পর তা গুগল তাদের প্লাটফর্মে কীভাবে প্রদর্শন করাবে তা নির্ধারণ করে দেওয়া। যদিও গুগল কনটেন্টের উপর নির্ভর করে রিলেভেন্ট অ্যাড দেখায় তবুও অ্যাড প্রস্তুত করার সময় তাদের কিছু বিষয় নির্ধারণ করে দিলে ভালো ফলাফল পাওয়া যায়। 

তো গুগল অ্যাডস সর্বমোট সাত প্রকারের অ্যাড ক্যাম্পেইন অফার করে। নিচে সংক্ষিপ্ত আকারে সেগুলোর বর্ণনা দেওয়া হলো। 

  • Search Ads: গুগল সার্চ করার সময় রেজাল্ট পেজে যে ধরনের অ্যাড দেখে থাকি সেগুলোই মূলত সার্চ অ্যাড। 

  • Display Ads: ডিসপ্লে অ্যাড গুলো তৈরি করা হয় ইমেজ ব্যবহার করে। এই ধরনের অ্যাডগুলো ওয়েবসাইটে প্রদর্শন করার জন্য সব থেকে বেশি উপযুক্ত। 

  • Video Ads: ইউটিউবে ভিডিও দেখার সময় প্রতিবার যে ৬ থেকে ১৫ সেকেন্ডের অ্যাড আসে সেগুলোই গুগল অ্যাডস এর ভিডিও অ্যাড। 

  • Shopping Campaign: এই ধরনের অ্যাড গুলো গুগল শপিং ট্যাব এবং সাধারণ গুগল সার্চ পেজে প্রদর্শিত হয়। 

  • App Campaign: অ্যাপ অ্যাড গুলো নির্দিষ্ট অ্যাপ থেকে তথ্য নিয়ে তা বিভিন্ন ওয়েবসাইটে প্রদর্শন করে। 

  • Smart Campaign: এই ক্যাম্পেইনে গুগল নিজে নির্ধারণ করে আপনার অ্যাড কোন মাধ্যমে সব থেকে বেশি মানাবে। অর্থাৎ তারা অ্যাড এনালাইজ করে তা সার্চ অ্যাড না ডিসপ্লে অ্যাড অথবা ভিডিও অ্যাড হিসেবে বেশি কার্যকর হবে তা নির্ধারণ করে। 

  • Performance Max: গুগল অ্যাডস এর সকল ধরনের ক্যাম্পেইন পারফর্মেন্স মাক্স অপশনের মাধ্যমে একটি ক্যাম্পেইন দ্বারা অ্যাক্সেস করা যায়। 

গুগল এড দিয়ে কিভাবে আয় করা যায়?

AdSense এর মাধ্যমে অর্থোপার্জনের জন্য আপনার যে দুটি জিনিস প্রয়োজন তা হল দুর্দান্ত সামগ্রী এবং প্রচুর ট্রাফিক ৷ বিষয়বস্তুর দিক থেকে, বিষয়বস্তু দুই ধরনের হয়। এমন সামগ্রী রয়েছে যা প্রতিদিন আপনার সাইটে নতুন লোকেদের আকর্ষণ করে এবং এমন সামগ্রী রয়েছে যা প্রতিদিন দর্শকদের ফিরিয়ে আনে৷ আদর্শভাবে, আপনি উভয়ের একটি ভাল ভারসাম্য রাখতে চান।

কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব

গুগল এডসেন্স একাউন্ট তৈরি করার আগে আপনাকে কিছু জিনিস নিশ্চিত করতে হবে।

  • আপনার বয়স অবশ্যই ১৮ বছর বা এর বেশি হতে হবে।

  • আপনার একটি active Gmail account থাকতে হবে। এবং এটি গুগল এডসেন্স এর সাথে linked করানো অবস্থায় থাকা যাবে না।

  • আপনার ওয়েবসাইট Google’s terms of service এর নিয়ম মেনে চলতে হবে।

Step 1: প্রথমে official AdSense website এ যান এবং ‘Get Started’ বাটনে ক্লিক করুন।


Step 2: আপনার গুগল একাউন্ট দিয়ে Sign In করুন। যদি আপনার গুগল একাউন্ট না থাকে তাহলে আগে একটি গুগল একাউন্ট তৈরি করুন।


Step 3: তারপর আপনাকে একটি পেইজে নিয়ে যাওয়া হবে যেখানে Google AdSense sign up বাটন থাকবে। গুগল এডসেন্স একাউন্ট খুলার জন্য সে sign up বাটনে ক্লিক করুন।


Step 4: আপনি যে ওয়েবসাইট মনিটাইজেশন করতে চান সে সাইটের URL দিয়ে দিন। আপনার যদি কোনো ওয়েবসাইট না থাকে তাহলে এই ফিল্ডটি খালি রাখতে পারেন সেজন্য ‘I don’t have a site yet.’ অপশন সিলেক্ট করুন।

এখানে কয়েকটি বিষয় আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে।

  • সাইটটি অবশ্যই আপনার হতে হবে।

  • সাইটের URL একদম ফ্রেশ হতে হবে। সাবডোমেইন (e.g., subdomain.sample.com) অথবা অন্য পেইজের URL (e.g., sample.com/path) দেওয়া উচিত নয়।

  • URL-এ কোনো parameters রাখা যাবে না।

  • “http://” ছাড়া URL লিখুন।

Step 5: তারপর আপনাকে তাদের দেওয়া instructions অনুসরন করে আপনার ওয়েবসাইটকে এডসেন্স এর সাথে সংযুক্ত করতে হবে। তারা আপনাকে একটি snippet of code দিবে যেটি আপনার ওয়েবসাইটের <head> </head> সেকশনে রাখতে হবে।. কোডটি আপনার ওয়েবসাইটের হেডিং সেকশনে রাখা হয়ে গেলে submit বাটনে ক্লিক করতে হবে।

কোডটি ঠিকঠাক মতো ওয়েবসাইটের হেডার ফাইলে না রাখলে এডসেন্স এর সাথে আপনার ওয়েবসাইট সংযুক্ত হবে না। ফলে আপনি এডসেন্স একাউন্ট খুলতে বারবার ব্যার্থ হবেন।


Step 6: এডসেন্স আপনাকে performance suggestions and help মেইল করবে কিনা তা বাছাই করতে দিবে। আপনি চাইলে এটি না করে দিতে পারেন। যদি কোনো সময় দরকার পরে তাহলে পরবর্তীতে তা পরিবর্তন করতে পারবেন, কোনো সমস্যা নাই।


Step 7: এখন পেমেন্ট নেওয়ার জন্য আপনার বর্তমান ঠিকানা সিলেক্ট করুন। এখানে যে ঠিকানা দিবেন সে ঠিকানায় আপনাকে PIN ভেরিফিকেশনের জন্য চিঠি পাঠাবে। আপনাকে এই অপশনটি খুব যত্নসহকারে পূরন করতে হবে কারন এটি আপনি পরবর্তীতে পরিবর্তন করতে পারবেন না।


Step 8: আপনাকে terms and conditions এর সাথে একমত হতে হবে সেজন্য accept বাটনে ক্লিক করুন। আপনি এখন আপনার Google AdSense অ্যাকাউন্টে সাইন ইন করেছেন৷ এখন ‘Start using AdSense’ অপশনটিতে ক্লিক করে গুগল এডসেন্স ব্যবহার করতে পারবেন।

কিভাবে গুগল এডসেন্স একাউন্ট-এ login. করবেন

আপনি একবার গুগল এডসেন্স একাউন্ট খুলে ফেললে যেকোনো সময় একাউন্টে লগিন করতে পারবেন।

অনেকেই গুগল এডসেন্স একাউন্ট লগিন পেইজ খুজে পেতে রীতিমতো যুদ্ধ করে। কিন্তু আপনি একাউন্ট তৈরি করার সময় যে পেইজ থেকে তৈরি করেছিলেন খুব সহজে সেই একই পেজ থেকে লগিন করতে পারেন।

এখানে পার্থক্য হচ্ছে আপনাকে Get Started বাটনের পরিবর্তে Sign In বাটনে ক্লিক করতে হবে।

তারপর, গুগল একাউন্টের মাধ্যমে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে এডসেন্স একাউন্টে সাইন-ইন করুন।

Google ads কিভাবে কাজ করে?

ওয়েবসাইট বা বিজনেস মালিকগণ ইন্টারনেটে অ্যাড দেওয়ার জন্য এই মাধ্যম ব্যবহার করে। গুগল অ্যাডস অ্যাডসেন্সের সাথে মিলিত হয়ে কাজ করে। অর্থাৎ অ্যাডসেন্স প্রোগ্রামের মাধ্যমে গুগল যে অ্যাড দেখায় তার বুকিং নেয় গুগল অ্যাডস প্ল্যাটফর্মের মাধ্যমে। অনলাইন মার্কেটিং এর জন্য গুগল অ্যাডস এর বিকল্প তেমন ভালো আর কোন প্রতিষ্ঠান নেই।

ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে কত টাকা আয় করা যায়?

প্রতি মাসে অর্ধ মিলিয়ন সেশনে, আপনার ওয়েবসাইটটি বড় সময় আঘাত করতে শুরু করেছে, কিন্তু এটি সমস্ত বিল পরিশোধ নাও করতে পারে। এই স্তরে আপনার ওয়েবসাইটের বিজ্ঞাপন থেকে প্রতি মাসে কমপক্ষে $5,000 উপার্জন করা উচিত, কিন্তু আমরা দেখেছি যে আমাদের বিজ্ঞাপন নেটওয়ার্কের শীর্ষ ওয়েবসাইটগুলি এই স্তরে প্রতি মাসে $10,000-এর উপরে উপার্জন করে৷

গুগল এডসেন্স পেমেন্ট

গুগল এডসেন্স থেকে সাধারণত প্রতি মাসের 21 অথবা 22 তারিখে পেমেন্ট করে দেয়। আর গুগল এডসেন্স থেকে সময় দেয় 5 কর্মদিন এর মধ্যে টাকাটা আপনারা একাউন্টে পাবেন। 5 কর্মদিন বলতে গুগল এডসেন্স থেকে 21 অথবা 22 তারিখে পেমেন্ট করার পর 5 দিন ব্যাংক খোলা থাকলে আপনার একাউন্টে পাবেন ।

গুগল এডসেন্স দিয়ে ইউটিউবে কিভাবে আয় করা যায়?

শুরু করতে, YouTube পার্টনার প্রোগ্রামের একটি অংশ হয়ে উঠুন, আপনার AdSense অ্যাকাউন্ট সেট আপ করুন, সহায়ক এবং আকর্ষক ভিডিও তৈরি করুন এবং উপার্জন করুন৷ আপনার উপার্জন সর্বাধিক করতে, প্রাসঙ্গিক জনপ্রিয় কীওয়ার্ডগুলি খুঁজুন, ভাল সামগ্রী তৈরি করুন এবং YouTube এর নগদীকরণ নীতিগুলি অনুসরণ করুন৷

শেষ কথা

আমার আজকের আর্টিকেলটি গুগল এডসেন্স নিয়ে ।  শুভ গুগল এডসেন্স কিভাবে ওপেন করব কিভাবে পেমেন্ট পাব গুগল এডস এর মাধ্যমে কিভাবে উপার্জন করব সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে । সঠিক নিয়ম ভাবে কাজ করলে খুব তাড়াতাড়ি সফল হতে পারব। আমার  আর্টিকেলটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ওয়েবসাইটটি ফলো করে রাখুন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url